মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

তামিলনাড়ু, ১৬ মার্চ (হি.স.) : তামিলনাড়ুতে একটি বেসরকারি কলেজে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলাতে অবস্থিত একটি বেসরকারি কলেজে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেন।

বেসরকারী কলেজটির নাম শ্রীমতি ইন্দিরা গান্ধী কলেজ। এই কলেজ সূত্রেই এসংক্রান্ত তথ্য জানা গিয়েছে। কলেজে উপস্থিত অধ্যাপক-অধ্যাপিকা সহ অন্যান্যরাও এদিন গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।