আগরতলা, ১৬ মার্চ: সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক অনুষ্ঠান হয়। ঐ অনুষ্ঠানের মূল বিষয় হলো বিজ্ঞানসন্মত ভাবে যারা তিন বছর কৃষিকাজ করে লাভবান হয়েছে এরকম প্রায় চারশো কৃষককে প্রশিক্ষণ ও সম্বর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪৬ সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস (পাল ), অল ত্রিপুরা ফারমার্স ক্লাব ‘র সভাপতি প্রদীপ বরণ রায়,কৃষি বিজ্ঞানী তন্ময় বণিক, ধলাই জেলা সভাধিপতি অনাদি সরকার ও সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্য রঞ্জন দে। কৃষি বিজ্ঞানী তন্ময় বণিক জানান তারা কৃষি ক্ষেত্রে বিজ্ঞানসন্মত ভাবে যথা কেঁচো, নিমপাতার রস, গোমূত্র ইত্যাদি ব্যবহার করার কথা কৃষকদের পরামর্শ দেন। সেইভাবে যারা পরামর্শ শুনে চাষ করে লাভবান হয়েছে তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান।উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বিধায়িকা স্বপ্না দাস (পাল )।