মুম্বই, ১৬ মার্চ (হি.স.) : সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল শনিবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)-তে যোগদান করেছেন। সেজন্য শনিবার সাংবাদিকদের কাছে খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মুম্বইতে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষের মধ্যে যে ধরনের উদ্দীপনা ও উত্তেজনা দেখা যাচ্ছে এবং বিশ্বাস তৈরি হয়েছে, ভারত এখন উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বের কোনও শক্তিই ভারতকে উন্নত দেশ হওয়া থেকে আটকাতে পারবে না। সেকারণে যেসব মানুষ সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাঁরা সকলেই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় বিজেপিতে যোগ দিচ্ছেন।