সাত দফার নির্বাচনকে এক্স হ্যান্ডলে স্বাগত জানালেন মোদী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : দেশে সাত দফায় লোকসভা নির্বাচনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটঘোষণার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নির্বাচন সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন তিনি।

ভোট ঘোষণার পর মোদী লিখেছেন, ‘‘গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এসে গিয়েছে। নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। আমরা বিজেপি-এনডিএ এই নির্বাচনের জন্য সম্পূর্ণ তৈরি। অতীত রেকর্ড, সুশাসন এবং পরিষেবার উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে পৌঁছেছি।’’ এই পোস্টের সঙ্গেই বিজেপির এ বছরের প্রচারের হ্যাশট্যাগ ‘ফির এক বার মোদী সরকার’ জুড়ে দিয়েছেন মোদী।

সেই সঙ্গে তাঁর দলের সদস্যেরাও একে একে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।