নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, কোনও দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে, “যখন আদর্শ আচরণবিধি কার্যকর হয়, ক্ষমতাসীন দল ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করে, নির্বাচন কমিশনের আচরণ সবার জন্য সমান এবং সুষ্ঠু হওয়া উচিত।”
লোকসভা নির্বাচনে ইন্ডি জোট প্রসঙ্গে অধীর বলেছেন, “ইন্ডি জোটের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আমাদের যদি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তবে আমরা জোটের অধীনে একত্রিত হয়ে তা করতে পারি। এর আগে আমরা দেখেছি, বিহার-বাংলার দলগুলিও এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে তাঁর নেতা হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু তার পরে কী হল, আমাদের তাঁকে জিজ্ঞাসা করা উচিত… ভিতরের গল্প কী? জানি না, এর পেছনে হয়তো অন্য কোনও রহস্য থাকতে পারে।”

