আসাম রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান অসমের সিনিয়র আমলা পবনকুমার বরঠাকুর

গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : আসাম রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অসমের সিনিয়র আমলা তথা মুখ্যসচিব পবনকুমার বরঠাকুরকে।

আসাম সরকারের আবাসন ও নগর বিষয়ক দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানানো হয়েছে। সিনিয়র আইএএস পবন বরঠাকুর বর্তমানে রাজ্যের মুখ্যসচিব পদে রয়েছেন। আগামী ৩১ মার্চ তাঁর মেয়াদ শেষ হওয়ার পর ১ এপ্রিল (২০২৪) থেকে তিনি আসাম রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসেবে তাঁর নতুন ভূমিকা পালন করবেন।

রাজ্যের মুখ্যসচিব পদে পবনকুমার বরঠাকুরের স্থলাভিষিক্ত হবেন আইএএস ড. রবি কোটা। তিনিও ১ এপ্রিল মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *