আগরতলা, ১৬ মার্চ: শনিবার দূর্গা চৌমুহনী কৃষি মহকুমার উদ্যোগে দূর্গা চৌমুহনী ব্লকের কনফারেন্স হলে অয়েল পাম কাল্টিভেশন-র উপর এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ সেবী প্রদীপ বরুন রায়।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গা চৌমুহনী ব্লকের বিডিও সমিত কুমার দাস, হর্টিকালচারের ডেপুটি ডাইরেক্টর পরিমল দেববর্মা, সুপারইন্টেনডেন্ট অব এগ্রিকালচার বলেন্দ্র দেববর্মা বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা সহ অন্যান্যরা।
2024-03-16