ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল শনিবার সকালের ট্রেনে ত্রিপুরা দল নাগাল্যান্ডের কোহিমার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তৃতীয় নর্থ-ইস্ট গেমসে অংশ নিতে। খেলোয়াড়রা আজ শুক্রবার বিকেলে যথারীতি এন এস আর সি সি তে-তে রিপোর্ট করেছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা দলের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি প্রতিটি ইভেন্টে রাজ্য দল ভালো খেলা উপহার দেবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন। ত্রিপুরা দল এবারকার তৃতীয় নর্থ-ইস্ট গেমসে দশটি ইভেন্টে অংশ নিচ্ছে। আর্চারি, ফুটবল, লন টেনিস, ভলিবল এবং বাস্কেট বলে শুধুমাত্র পুরুষ দল অংশ নিলেও বাকি পাঁচটি ইভেন্ট অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, পেনচাক সিলাট, বেল্ট রেসলিং এবং টেবিল টেনিস ইভেন্টগুলোতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে রাজ্য দল অংশ নেবে। এবারকার নর্থইস্ট গেমসে পুরুষ খেলোয়ার ৯৫ জন এবং মহিলা খেলোয়াড় ৩১ জন অংশ নিচ্ছে। সঙ্গে ২৫ জন অফিশিয়াল হিসেবে মোট ১৫১ জনের দল যাচ্ছে। দলের সঙ্গে শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা এবং শেফ দ্য মিশন রতন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
2024-03-15