নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম কমানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ মন্তব্য করেছেন, সমস্ত মানুষের সুখের চিন্তাই মোদীজির অগ্রাধিকার। পেট্রোল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নতুন দাম চালু হয়েছে ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকেই।
কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণার পর বৃহস্পতিবার অনেক রাতে টুইট করেন অনুরাগ ঠাকুর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সমস্ত মানুষের সুখের চিন্তাই মোদীজির অগ্রাধিকার। দেশবাসীকে বড় স্বস্তি প্রদান করে প্রধানমন্ত্রী মোদী ডিজেল এবং পেট্রোলের দাম প্রতি লিটার ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিগত আড়াই বছরে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৭ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকা কমেছে, মোদীজির জন্যই এটা সম্ভব হয়েছে। এই স্বাগত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দনের দাবিদার।”