আগরতলা, ১৪ মার্চ : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ ওই ঘটনায় কৈলাসহর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খ বর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিকের।
বাড়ির মালিক শ্যামলী দেবী জানিয়েছেন, আজ তাঁর বাড়িতে বিষ্ণু পূজার আয়োজন করা হয়েছিল। তখন গ্যাসে রান্না করার সময় ঘরে আগুন লেগে গিয়েছে। তাঁর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়েছে। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। কিন্তু আগুনের লেলিহান শিখা ঘরের অন্যত্র ছাড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে বসত ঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।