বেঙ্গালুরু, ১৪ মার্চ (হি.স.) : বেঙ্গালুরুর হোটেল থেকে উদ্ধার বিদেশি পর্যটকের নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী উজবেকিস্তানের বাসিন্দা। মৃতার নাম জারিনা। ৩৭ বছরের ওই বিদেশি পর্যটক চারদিন আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন।
জানা গেছে, তরুণীর রুম ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পরেও কোনও সাড়া না পেয়ে রুমের দরজা খুলে ভিতরে ঢোকেন হোটেল কর্মীরা। মেঝেতে তরুণীর নিথর দেহ দেখেই পুলিশে খবর দেওয়া হয়। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বিদেশি পর্যটককে খুন করা হয়েছে। হোটেলের এবং ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।