বিলোনিয়া সিনিয়র ক্লাব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর জয় দক্ষিণ বিলোনিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগেও শুরু হল মহকুমা সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত ম্যাচে অংশ নেয় দক্ষিণ বিলোনিয়া ও ইয়থ স্কয়ার। দুইদলের এই ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিয়ে নিজেদের লড়াই শুরু করলো দক্ষিণ বিলোনিয়া। ম্যাচে দক্ষিণ বিলোনিয়া তিন রানে পরাজিত করে ইয়থ স্কয়ারকে। সকালে উভয় দলের লড়াই শুরু হবার আগে জয়ী দল টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসে দল ৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে প্রতিপক্ষের বোলারদের দেওয়া অতিরিক্ত ৩৭ রানের সাহায্যে সংগ্রহ করে ১৮৬ রান। মূলত ওপেনিং জুটির দুই ব্যাটসম্যান সঞ্জিত পাল(৭০) ও মানিক সরকার(২৫) এবং শেষ দিকে সায়ন পালের(২০) হাত ধরেই ইনিংসে এই রান তুলে দক্ষিণ বিলোনিয়া। ইয়থ স্কয়ারের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি করে উইকেট নেয় সুকান্ত মজুমদার ও রাজু দাস। জবাবে জয়ের জন্য ১৮৭ রানের টার্গেট নিয়ে ইয়থ স্কয়ার ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে তুলে ১৩৯ রান। তাদের সংগ্রহীত এই রানের মধ্যে অতিরিক্ত রান ছিল ৩৩। প্রথম সারির তিন ব্যাটসম্যান প্রসেনজিৎ দত্ত (৩৯),  শিব শংকর ঘোষ (১৯) ও সুশান্ত দত্তের (১৪) হাত ধরেই ইনিংসে এই রান তুলে পরাজিত দল। যেই দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেয় দীপক মহাজন।