নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ: সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের নিমন্ত্রণ করে নিয়ে অপমান করলো দপ্তর কর্তারা। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ছিল জেলাভিত্তিক মৃত্তিকা পরীক্ষাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে দপ্তরের পক্ষ থেকে সংবাদ কভার করার জন্য সাংবাদিকদের কে নিমন্ত্রণ করা হয়েছিল। যথারীতি চিঠিতে দেওয়া সময়সূচী অনুযায়ী সাংবাদিকরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হলেও অনুষ্ঠান শুরু হয় প্রায় দেড় ঘন্টা পর।
অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত উপস্থিত সাংবাদিকরা দপ্তরের পক্ষ থেকে মৌখিক আপ্যায়ন দূরের কথা এক গ্লাস পানীয় জল পর্যন্ত পাইনি। কেন এই অ-ব্যবস্থা। যেখানে মাননীয় মন্ত্রী রতন লাল নাথ সভায় উপস্থিত সাধারণ মানুষ, অফিস কর্মচারী ও ভিআইপি সবাইকে যেভাবে সম্মান জানিয়ে তার বক্তব্য শুরু করেছেন ঠিক সেইভাবে সাংবাদিকদেরকেও যথাযথ সম্মান জানিয়েছেন এবং বক্তব্য রাখতে গিয়ে অনেক বক্তব্যের সাক্ষী হিসেবেও সাংবাদিকদের কে ব্যবহার করেছেন। তাতে সাংবাদিকরা খুশি।
তবে সাংবাদিকদের নুন্যতম মর্যাদা না দেওয়ায় ক্ষোভ অনুষ্ঠানকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।

