সুপার ডিভিশন সিনিয়র ক্রিকেটে আজ দুই মাঠে ৪ দল মাঠে নামবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ।।‌ রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ঘরোয়া সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী লড়াইহীন ভাবে অতিবাহিত হয় আরো একটি দিন। ফের লড়াই শুরু হতে চলেছে আগামীকাল শুক্রবার। সুচি অনুযায়ী এদিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। নরসিংগড় টি আই টি মাঠে এদিন মুখোমুখি হবে জেসিসি ও সংহতি। উভয় দলই এদিন চতুর্থ ম্যাচ খেলতে পরস্পরের বিরুদ্ধে নামবে। শুরুটা জেসিসি জয় দিয়ে সূচনা করলেও পরবর্তী দুই ম্যাচই মুখ থুবড়ে পড়ে। এই অবস্থায় পরাজয়ের হ্যাটট্রিক প্রতিরোধ করতে সংহতির মুখোমুখি হবে দল। তাদের প্রতিপক্ষ সংহতি পরাজয় দিয়ে লড়াই শুরু করার পর টানা দুই ম্যাচে জয়ের তকমা নিয়ে আগামীকাল জয়ের হ্যাট্রিক নিতে ময়দানে নামবে। এখন দেখার বিষয় এই ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় পরাজয়ের হ্যাটট্রিক করে। অপরদিকে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে ব্লাড মাউথ ও ইউনাইটেড ফ্রেন্ডস। এই ম্যাচটিও দুইদিনের চতুর্থ ম্যাচ। গত তিনটি ম্যাচের মধ্যে ইউনাইটেড ফ্রেন্ড পরপর দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে ফুলিঙ্গের কাছে আটকে গিয়ে জয়ের হ্যাট্রিক করতে ব্যর্থ হয়। তাই আগামীকাল ঘুরে দাঁড়ানোর লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই ময়দানে নামবে ইউনাইটেড ফ্রেন্ডসদের ক্রিকেটাররা। তবে দুইদলের শক্তির বিচারে ইউনাইটেড ফ্রেন্ডসদের তুলনায় কয়েক কদম পিছিয়ে রয়েছে ব্লাড মাউথ। শুরুটা ব্লাড ভালো করলেও পরবর্তীতেই একের পর এক ম্যাচে ধরাশায়ী। মূলত পরাজয়ের হ্যাট্রিক প্রতিরোধ করতেই কাল ইউনাইটেড ফ্রেন্ডসের মুখোমুখি হবে দল।