নগাঁও (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-র বিরুদ্ধে অসমের প্রথমসারির ছাত্র ইউনিয়ন আসু-র উত্তোলিত কালো পতাকা সরিয়েছে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কলিয়াবরের কুয়ারিটোল এলাকার রাস্তায় সারা অসম ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য হাতে কালো পতাকা নিয়ে সিএএ প্রবর্তন মানছি না, মানবো না বলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এলাকার বাতাস ভারী করে দিচ্ছিলেন। স্লোগান দিতে দিতে এক সময় তারা মধ্য-রাস্তায় বাঁশের খুঁটিতে কালো পতাকা উত্তোলন করে বসেন। তখন পুলিশ ওই পতাকা নামিয়ে দিয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এর পর রাজ্য পুলিশকে সরকার রাজনৈতিক কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করে বক্তব্য পেশ করেছেন প্রতিবাদকারী ছাত্র ইউনিয়নের নেতা।