নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মার্চ: প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও রাজ্যের সর্বত্রই দোকানপাট বাজার হাটে প্লাস্টিক কারি ব্যাগ ব্যবহার অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযানে নামছে প্রশাসন।
এর অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যাবেলা কৈলাসহর মহকুমা প্রশাসন ও কৈলাসহর পুরপরিষদের যৌথ উদ্যোগে কৈলাসহর পাইতুরবাজার এলাকায় একটি প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়।
এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রাজীব দত্ত, কৈলাসহর পুরপরিষদের সুপারভাইজার মনিষ দাস সহ কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।
এদিনের এই অভিযানের মূল উদ্দেশ্য হল যাদের দোকানে অবৈধভাবে প্লাস্টিক মজুদ রয়েছে তাদের সচেতন করা এবং প্লাস্টিক ব্যবহার থেকে বিরত করা। এদিন পাইতুরবাজার এলাকায় প্রায় কুড়িটি দোকানে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়।
এর মধ্যে একটি দোকানে হানা দিয়ে প্লাস্টিক মজুত সামগ্রী থাকার কারণে ওই দোকানিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। যদিও অন্যান্য কোন দোকানে গিয়ে প্লাস্টিক পাওয়া যায়নি ।যার ফলে প্লাস্টিক সামগ্রী এদিনের এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়নি।
কৈলাসহর মহকুমা প্রশাসন ও কৈলাসহর পুরপরিষদের এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রাজীব দত্ত।

