আগরতলা, ১৩ মার্চ: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি ঘর। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার বড়গোল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম আমটিলায় এলাকায় বাসিন্দা বীরেন্দ্র নাথের ঘরে গতকাল গভীর রাতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী।
পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘরে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন বাড়ির মালিক বীরেন্দ্র নাথ। তখন তাঁর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হন। স্থানীয় মানুষ সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় গোটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।