ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নর্থইস্ট গেমসের জন্য ত্রিপুরা দল তৈরি। খেলোয়ারদের হাতে জার্সি প্রদান অনুষ্ঠানও হয়েছে বুধবার। পাশাপাশি “আমরা জিতবোই” প্রতিশ্রুতি পরায়ণ ধ্বনিতে মুখরিত হয় এনএসআরসিসি-র প্রাঙ্গণ। খেলোয়ার, অফিসিয়াল মিলে ১৫২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের সবাই আজ উপস্থিত ছিলেন এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়ার পাশাপাশি নাগাল্যান্ডে আসন্ন তৃতীয় নর্থইস্ট গেমসে খেলোয়াররা ভালো খেলবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। উত্তর পূর্বের বৃহত্তম ক্রীড়া যজ্ঞে এত সংখ্যক খেলোয়াড়ের টিম দীর্ঘ বছর পর অংশ নিতে যাচ্ছে বলে, পুরো টিম যেন সেখানে সুশৃংখল ভাবে খেলায় অংশ নেয় এবং পদক জিতে ত্রিপুরাকে গৌরবান্বিত করে তুলে সে বিষয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা দলের শেফ দ্য মিশন তথা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক রতন সাহা, সভাপতি দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া পর্ষদের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য, অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায়, স্কুল স্পোর্টস বোর্ডের সচিব অপু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে,
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে রাজ্য দল এবারকার প্রতিযোগিতায় অংশ নিতে পারছে বলে ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং রাজ্য ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।