নয়াদিল্লি, ১৩ মার্চ (হি. স.): তাঁর ওপর হামলাকারীদের ওপর থেকে ‘হত্যার চেষ্টা’-র অভিযোগ তুলে নেওয়া হয়েছে, এই অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলো জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ। বুধবার আদালত তাঁর মামলাটি গ্রহণ করেছে। পাশাপাশি এই বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়েছে আদালত। এই মামলায় দুই অভিযুক্তকেও নোটিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বাইরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদের ওপর নবীন দালাল এবং দরবেশ নামে দুজন হামলা চালায় বলে অভিযোগ। ২০২৩ সালের ৬ ডিসেম্বর দিল্লির একটি আদালত অভিযুক্ত ওই দুজনকে উমর খালিদকে ‘হত্যার চেষ্টা’-র অভিযোগ থেকে রেহাই দেয়। সেই রায়ের বিরুদ্ধেই আদালতে মামলা করেন উমর খালিদ।