আগরতলা, ১৩ মার্চ : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আসাম রাইফেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আসাম রাইফেলস। সাথে তিনজন নেশাকারবারীকে আটক করা হয়েছে।
আসাম রাইফেল এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন সংবাদে গতকাল রাতে খবর আসে ধলাই জেলার আমবাসা দিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই আসাম রাইফেলসের জওয়ানরা অভিযান চালানো হয়েছিল। তল্লাশি চালিয়ে ৯.২ লক্ষ টাকা মূল্যের ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে এবং তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।