আগরতলা, ১৩ মার্চ :উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় ১২ বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত পুলিশের জালে। বর্তমানে সে পুলিশের হেপাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, গত সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক দুইটা নাগাদ তাতন বাগতি (২৭) নামে এক প্রতিবেশী যুবক ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ের। থানার পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছিল, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা। যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছিল।
গতকাল রাতে পুলিশী তল্লাশিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন রানীবাড়ী চা বাগান থেকে অভিযুক্ত তাতন বাগতি গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে পুলিশের হেপাজতে রয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।

