মিড-ডে-মিলের রান্না ঘরে চোরের হানা

আগরতলা, ১২ মার্চ : মিড-ডে-মিলের রান্না ঘরে চোরের থাবা। গতকাল চুরির ঘটনা প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গিয়েছে, গতকাল বিকেলে বোধজং স্কুলের কর্তৃপক্ষের নজরে চুরি যাওয়ার বিষয়টি আসে। বোধজং স্কুলের মিড ডে মিল ঘরে চোরের দল হানা দিয়েছে। চোরের দল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। আজ স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

স্কুলের জনৈক শিক্ষক জানিয়েছেন, চোরের দল দুইটি রান্নার চুলা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে ।