ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া বিপুল মজুমদার স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ময়দানে নামবে চারটি দল। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এদিন মুখোমুখি হবে ব্লাড মাউথ ক্লাব ও শতদল সংঘ। ম্যাচটি শতদল সংঘের চতুর্থ ম্যাচ হলেও তাদের প্রতিপক্ষ ব্লাডের তৃতীয় ম্যাচ। টানা তিনটি ম্যাচ খেলে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখিনি শতদল। সেই জায়গায় ব্লাড মাউথ গত দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। জয় দিয়ে অভিযান শুরু করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখে ব্লাড। এই অবস্থায় প্রতিপক্ষ দুর্বল শতদলের বিরুদ্ধে ফের জয়ের মুখ দেখার প্রত্যাশা নিয়ে আগামীকাল মাঠে নামবে ব্লাড মাউথের ক্রিকেটাররা। অপরদিকে নরসিংগড় বিআইটি মাঠে এদিন মুখোমুখি হবে ইউনাইটেড ফ্রেন্ডস ও স্ফুলিঙ্গ। এদিন নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড। পরপর দুই ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখায় যেদিন হ্যাট্রিকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই ময়দানে নামবে ইউনাইটেড ফ্রেন্ডসদের ক্রিকেটাররা। তবে স্ফুলিঙ্গ গত তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করে। শুরুটা প্রত্যাশিতভাবে স্ফুলিঙ্গ করতে না পারলেও, পরবর্তী দুই ম্যাচেই অনেকটা ঘুরে দাঁড়ায়। এই অবস্থায় চলতি এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে দল। এখন দেখার বিষয় পূর্ব নির্ধারিত চার দলের ম্যাচ দুটিকে শেষ পর্যন্ত কোন দল জয়ের তকমা নিয়ে মাঠ ছাড়ে।
2024-03-12