নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হতেই রাজধানী দিল্লিতে ফ্ল্যাগমার্চ শুরু করল দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। মঙ্গলবার দিল্লির জগৎ পুরী ও খুরেজি খাস এলাকায় ফ্ল্যাগমার্চ করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, শান্তির পরিবেশ বজায় রাখতেই এদিন ফ্ল্যাগমার্গ করেছে পুলিশ।
ডিসিপি শাহদারা বিষ্ণু শর্মা বলেছেন, “গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ-র নিয়মগুলি অবহিত করেছে। শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন থেকে ভারতীয় মুসলমানদের কোনও ভয় নেই, এটি কেবল নাগরিকত্ব দেওয়ার বিষয়ে। তাই কাউকে ভয় করতে হবে না…পুলিশ কড়া নজর রাখছে এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখা হচ্ছে।”