আগরতলা, ১১ মার্চ :ত্রিপুরা চা শিল্পকে আরো প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। আজ ত্রিপুরা টি ডেভলপমেন্ট করপোরেশন ও টি বোর্ড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রান ফর টি ওপেন ক্রস কান্ট্রি রান -২০২৪ অনুষ্ঠানে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়েটি দীপক মজুমদার।
এই দৌড় প্রতিযোগিতায় মহিলা বিভাগের প্রায় ৪৫ জন এবং পুরুষ বিভাগের প্রায় ৯০ জন অংশগ্রহণ করেছিলেন। মহিলাদের জন্য ৩ কিলোমিটার ও পুরুষদের জন্য ৫ কিলোমিটার ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ,প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনের।
এদিনের দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষদের প্রথম ১০ জন ও মহিলাদের প্রথম ১০ জনকে পুরস্কৃত করেছেন মেয়েটি দীপক মজুমদার।