কলকাতা, ১১ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের ঠিক মুখেই দেশজুড়ে সিএএ লাগু করা হয়েছে। একদিকে যখন সংশোধিত নাগরিকত্ব আইন তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, অন্যদিকে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। তবে, নাগরিকদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
সিএএ লাগু প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিএএ তৈরিই করা হয়েছে বাস্তবায়নের জন্য। বহু মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তাঁদের প্রত্যেকের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। এর জন্য কারও নাগরিকত্ব যাবে না এটা হলফ করে বলতে পারি।’’
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে আস্তিনের শেষ তাস বের করল কেন্দ্রের বিজেপি সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার ঘোষণা করল মোদী সরকার। সোমবার বিকেলে দেশজুড়ে সিএএ বিধি কার্যকর হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।