“সুন্দর মানুষ দেখে আর ভোট দেবে না“, জুনকে কটাক্ষ দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ, (হি.স.) : মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্র থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে জোর জল্পনা, সংশ্লিষ্ট কেন্দ্রের বর্তমান সাংসদ দিলীপ ঘোষের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির।

এদিকে মেদিনীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন জুন মালিয়া। দলনেত্রীর ভরসা অটুট রেখে জয়ীও হয়েছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের কথায়, জুন মালিয়া জয়ের পরেও নিজের কেন্দ্রের একাধিক অংশে নিয়মিত জনসংযোগ করেছেন। একইসঙ্গে অভিনেত্রী হিসেবে তাঁর আলাদা একটি জনপ্রিয়তাও রয়েছে। ফলে জুন মালিকা প্রতিপক্ষের কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ।

সোমবার, জুন মালিয়াকে শুভেচ্ছা জানিয়েও স্বভাবসুলভ ভঙ্গিমায় কটাক্ষ করতে শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তিনি বলেন, ‘ ওই রকম সুন্দর মানুষ দেখে আর ভোট দেবে না। সেই অভিজ্ঞতা মানুষের ভালো নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *