রামলালা দর্শনে অযোধ্যাধামে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

অযোধ্যা, ১১ মার্চ (হি.স.) : রামলালা দর্শনের উদ্দেশ্যে স্বপরিবারে উত্তর প্রদেশের অযোধ্যাধামে এলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার সকালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরিবারকে নিয়ে ট্রেনে করে অযোধ্যায় আসেন। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে লোকসভার অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উত্তর প্রদেশ রাজ্যের পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং, পৌর কর্পোরেশন অযোধ্যার মেয়র মহন্ত গিরিশপতি ত্রিপাঠি এবং বিধায়ক বেদ প্রকাশ গুপ্ত স্টেশনে উপস্থিত ছিলেন। সকলেই বিড়লাকে স্বাগত জানান।

দুদিনের সফরে পরিবারকে নিয়ে রামনগরীতে এসেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জানা গিয়েছে এই সফরে তিনি মহেশ্বরী সমাজের ধর্মশালার ভূমিপুজোতেও অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় সরযূর আরতিতেও অংশ নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।