ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। “রান ফর টি” স্লোগান কে সামনে রেখে আয়োজিত ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় মহিলা বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মী রানী ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরী ও রানির বাজার প্লে সেন্টারের অরিজিতা সাহা। এ ছাড়া তৃতীয় থেকে দশম পর্যন্ত যথাক্রমে অন্তরা ঘোষ, নিতীকা, মমিতা শীল, অনামিকা পাল, ইয়াসমিন আক্তার, ঝরনাবালা দেবনাথ এবং মাম্পি দে কেও অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পুরুষ বিভাগে নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে সাই এর সৌরভ হোসেন ও রানির বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন। এছাড়া তৃতীয় থেকে দশম পর্যন্ত যথাক্রমে অনিমেষ দে, কিষান দেববর্মা, তনয় ভৌমিক আকাশ নাথ, সাগর দেব, গৌরব দেবনাথ ও দ্বীপ দাস কেও অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সোমবার সকালে শহরে চা নিগম আয়োজিত এই ওপেন ক্রশ কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেয়র দীপক মজুমদার, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
2024-03-11

