খুমুলুঙে ফুটবলের নবনির্মিত সিনথেটিক মাঠের উদ্বোধন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ড্রাগমুক্ত সমাজ গঠনের আহ্বান জানালেন এডিসির প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা। সোমবার খুমুলুঙস্থিত ফুটবল খেলার নবনির্মিত সিনথেটিক মাঠের শুভ উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন জনজাতির অংশের ছেলে মেয়েদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়ার রয়েছে। সুযোগের অভাবে কাজে লাগাতে পারছেনা। এই মাঠ তৈরী করার পরিপ্রেক্ষিতে জনজাতি অংশের ছেলে মেয়েরা খেলাধূলার আরও বেশি সুযোগ পাবে। সঠিকভাবে সুযোগ পেলে জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে খেলোয়ার হয়ে উঠে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি যুবসমাজকে খেলাধূলার এগিয়ে আসার আহ্বান জানান। এই সিনথেটিক মাঠ নির্মাণে ব্যয় হয়েছে মোট ৫ কোটি ৩৬ লক্ষ টাকা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন এডিসির মুখ্যনির্বাহী আধিকারিক সি. কে. জমাতিয়া বলেন এধরনের ফুটবল খেলার সিনথেটিক মাঠ কিল্লার, খোয়াই ও অন্যান্য জোন্যালে নির্মাণ করা হবে। সভাপতিত্ব করেন এডিসির ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, সমবায় দপ্তরের নির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, প্রাক্তন এম এল এ রাজেশ্বর দেববর্মা, এডিসির প্রাক্তন সি ই এম বুধু দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, গনেশ দেববর্মা, পশ্চিম জোন্যালের চেয়ারম্যান টনি দেববর্মা, এডিসির আইনি উপদেষ্টা দাতামোহন জমাতিয়া ও এডিসির বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।