দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে পুজো দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

দেওঘর, ১১ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সোমবার ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে পুজো দেন। সোমবার সকালে দেওঘর পৌঁছন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই। সেখানে তিনি বাবা বৈদ্যনাথ মন্দিরে সম্পূর্ণ রীতি মেনে পুজার্চনা করেন। এরপরে তিনি দুমকা লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের সম্মেলনে অংশ নিতে চলে যান।

দুমকায় বিজেপি কর্মীদের সম্মেলনে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ সুনীল সোরেন সহ দলের স্থানীয় পদাধিকারী।