চুড়াইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মার্চ: চুড়াইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারো দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো। ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবারের এই চুরি কান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চল্লিশধোন ৬নং ওয়ার্ড এলাকায়।

এই চুরিকাণ্ডের বিষয়ে বলতে গিয়ে গৃহস্থ ফারুক উদ্দিন, পিতা আব্দুল জব্বার জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ তিনি ঘরের দরজা বন্ধ করে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাজে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১.৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে ফিরে এই দৃশ্য প্রত্যক্ষ করে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাড়ির মালিকের।

তিনি দেখতে পান উনার ঘরের ভিতর থাকা আলমারির লকারের তালা ভাঙ্গা এবং ঘরের ভিতরে জিনিস এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বাড়ির মালিক।

পরবর্তীতে তিনি দেখতে পান চুরের দল উনার  ঘরে ঢুকে আলমারির লকারের তালা ভেঙ্গে নগদ ১০হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার সহ প্রায় আড়াই লক্ষ টাকার মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চুরিকান্ড সংগঠিত হওয়ার পর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত উনি ফোন মারফত চুরাইবাড়ি থানার পুলিশকে গোটা ঘটনা জানাতে চেয়েছিলেন কিন্তু চুরাইবাড়ি থানার পুলিশ উনার ফোন ধরেনি বলে  অভিযোগ করেন বাড়ির মালিক ফারুক উদ্দিন।

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই চুরি কান্ডের বিষয়ে  তিনি চুরাইবাড়ি থানায় জানিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ গৃহস্থ ফারুক উদ্দিনের বাড়ি গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে ফারুক উদ্দিন এই চুরি কান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।  চুড়াইবাড়ি থানার পুলিশ যাতে উনার চুরি হয়ে যাওয়া নগদ অর্থ সহ সামগ্রী উদ্ধার করে দেয় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 এখন দেখা যাক চুড়াইবাড়ি থানার পুলিশ এই চুরি কান্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। তবে চুড়াইবাড়ি থানা এলাকায় চুরিকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় রাতের ঘুম উড়ে গেছে গৃহস্থদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *