আগরতলা, ১১ মার্চ: পুত্রের হাতে আক্রান্ত হয়েছেন জন্মদাত্রী মা। নেশাগ্রস্থ পুত্রের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয়েছেন অসহায় বৃদ্ধা মা।
আক্রান্ত বৃদ্ধার বোন জানিয়েছেন, প্রায়শই নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে যেতেন তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকার বাসিন্দা রূপতনু দেব। তিনি পেশায় গাড়ি চালক। বাড়িতে গিয়ে বৃদ্ধা মা গীতা দেবকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গতকাল রাতেও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে মাকে মারধর করে। গীতা দেবের চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা তাঁর বোনকে খবর পাঠিয়েছেন। সাথে সাথে তাঁর বোন রক্তাক্ত গীতা দেবকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে গিয়েছেন।