ব্লাড মাউথকে পরাজয়ের মুখে ঠেলে দিয়ে জয়ের মুখ সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১০ মার্চ।শংকর পালের লড়াকু ব্যাটিংয়ে  দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো সংহতি ক্লাব। যদিও মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন শংকর। সুপার ডিভিশন ঘরোয়া ক্লাব লিগ ক্রিকেটের সূচি  অনুযায়ী দ্বিতীয় দিন আগরতলায় এমবিবি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ব্লাড মাউথ ক্লাব ও সংহতি। জয় দিয়ে এবারের অভিযান ব্লাড মাউথ শুরু করলেও, নিজেদের প্রথম ম্যাচে সংহতি পরাজিত। ফলে স্বাভাবিকভাবেই রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা অটুট রাখার প্রত্যাশাকে সামনে রেখে যেমন ময়দানে নামে ব্লাড মাউথ, ঠিক তেমনি প্রতিপক্ষ সংহতির লক্ষ্য ছিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো। অবশেষে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হল সংহতি। তাও আবার শংকর পালের ব্যাটিং এবং চিরঞ্জিত পাল ও অমিত আলীর হাত ধরে। দিনের ম্যাচে সংহতি ২৫ রানে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখল ব্লাড মাউথ। এদিন সকালে সংহতি টসে জিতে প্রতিপক্ষদের জয়ের জন্য বড় রানের টার্গেট দেওয়ার লক্ষ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলনায়কের এই সিদ্ধান্তকে ব্যাট হাতে নিয়ে বাস্তবায়িত করে শংকর পাল। ইনিংসের শংকরের লড়াকু ৯৭ রানের সাহায্যে তিন বল বাকি থাকতেই সবকিছু উইকেট হারিয়ে ২৭৮ রান করে সংহতি। ব্লাড মাউথের বোলারদের মধ্যে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় সানি সিং। সংহতির ব্যাটিং লড়াই ২৭৮ রানে থেমে যাওয়ার পর জয়ের জন্য ২৭৯ রানের টার্গেট নিয়ে ব্লাড মাউথ ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৩ রান তুলতে সক্ষম হয়। তবে ব্যাট হাতে নিয়ে ব্লাডের বিক্রম দাস (৫৯) ও সৌরভ দাস (৫২) অনেকটা লড়াই করার চেষ্টা করে। সংহতির বোলারদের মধ্যে চিরঞ্জিত পাল ৫৩ রানে চারটি ও অমিত আলী ৩৮ রানে তিনটি উইকেট নেয়। এই ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয় অমিত আলী। আগামী ১২ মার্চ এই মাঠে লড়বে সংহতি ও শতদল।