ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। “ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম” এর উদ্যোগে আজ, রবিবার আগরতলা স্থিত এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত হয়ে গেলো “ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৪। উক্ত “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের কুমিল্লা থেকে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিযোগী তথা প্রতিনিধি দল আজ-ই সকালে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় এসেছে l
সোনামুরায় প্রতিনিধি দলকে স্বাগত জানান সোনামোরা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝুটন রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ l বিকেল চারটায় এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত হয় “ত্রিপুরা-কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ”।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সহ-সভাপতি রতন সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সাধারণ সম্পাদক সুজিত রায়, কুমিল্লা ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন নাজমুল আহসান ফারুক জেনারেল সেক্রেটারি নাজমুল আহাসান ফারুক, ল্যান্ড পোর্ট অথরিটি ত্রিপুরা অধিকর্তা দেবাশিস নন্দী, ক্রীড়া আধিকারিক ধীমান বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ l।মুখ্য আয়োজক “ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম” তথা সহযোগী ক্রীড়া সংগঠন “ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন ” সকল পর্যায়ের ক্রীড়ামোদি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি উক্ত প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে তুলে l
প্রতিযোগিতায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা দল ও রানার্স হয়েছে ত্রিপুরা দল l

