নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ: রিয়াং সম্প্রদায়ের কোনো প্রতিনিধিকে রাজ্য মন্ত্রিসভায় না রাখায় রিয়াং জাতির সমস্ত ভোটাররা আসন্ন লোকসভা নির্বাচন বয়কট করবে -আজ একথা জানান ব্রু সংগ্রমা উমথর রাজ্য সহ-সভাপতি বাবুজয় রিয়াং।
তিনি অভিযোগ করেন গোটা রাজ্যে রিয়াংদের নিয়ে রাজনীতি করা হচ্ছে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য সম্প্রদায়ের মানুষ । গোটা রাজ্যে প্রায় চার লক্ষ রিয়াং সম্প্রদায়ের ভোটার আছে । এর মধ্যে আড়াই লক্ষ হিন্দু সনাতন ভোটার। ত্রিপুরার বিধানসভায় দুজন রিয়াং সম্প্রদায়ের বিধায়ক আছেন। রাজনৈতিক দলগুলি ভোটের সময় রিয়াং ভোটারদের ভোট নিয়ে নাচানাচি করে আর ক্ষমতায় আসার পর রিয়াংদের কোন উন্নয়নে কেউই উৎসাহ দেখাচ্ছে না।
রিয়াং সম্প্রদায়ের মানুষদের বৎসরের পর বৎসর ধরে ঠকানো হচ্ছে বলে বাবুজয় রিয়াং অভিযোগ করেন। রাজ্য সরকারের পি টি জি দপ্তরের অধীনে রিয়াংদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার কথা কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রায় চার লক্ষ রিয়াং ভোটার এবং তাদের পরিবার-পরিজনরা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে রিয়াংরা।
রিয়াং সম্প্রদায়ের মানুষ না পাচ্ছে চিকিৎসা পরিষেবা, না পাচ্ছে শিক্ষার আলো অথচ রাজনৈতিক নেতারা ভোটের সময় রিয়াং ভোটারদের নিয়ে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু রিয়াংদের সমস্যার সমাধানের জন্য কেউই তৎপর হচ্ছে না । এইসব কারণে রিয়াং সম্প্রদায়ের ভোটাররা আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রু সংগ্রমা উমথ সনাতনি রিয়াংদের একটি সংগঠন। দেখা যাচ্ছে রাজ্যে রিয়াং সম্প্রদায়ের একজন বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার থেকে নির্বাচিত। একজন ত্রিপরা মথা বিধায়ক ফিলিপস রিয়াং কাঞ্চনপুর থেকে নির্বাচিত। রাজ্যের শাসক দল বিজেপির এক প্রভাবশালী নেতা জানান রিয়াংদের অবজ্ঞা করা ঠিক হবে না। ত্রিপুরার ইতিহাসে রিয়াং বিদ্রোহের মতো ঘটনা ঘটেছে। প্রয়োজনে দাবি আদায়ে রিয়াংরা আবার বিদ্রোহ করবে। রিয়াং ভোটারদের ভোট বয়কটের সংবাদে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

