নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স ও মধ্য শহর ক্লাব এর উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ: শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্থশতবার্ষিকী ভবনে নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স এবং ধর্মনগরের মধ্য শহর ক্লাব এর উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তাতে ধর্মনগর জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। 

আজকের এই হেল্থ ক্যাম্পে মোট ১৫০ জন স্নায়ু রোগী উপকৃত হয়। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নার্ভ গঠিত প্যারালাইসিস রোগে ভুগছে তারা দলে দলে এসে এই মেগা হেলথ ক্যাম্পে সুযোগ ভোগ করে। 

এই হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য কৃতি স্বর্ণপদক প্রাপ্ত নিউরো চিকিৎসক বর্তমানে শিলচরে কার্যরত ড সম্মোদ্ধ ধর, এছাড়া চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ দীপক দুবে ডঃ বিকাশ সিনহা, নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট ফর নিউরোসাইন্স এর সিইও হরিপদ দেবনাথ। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ এবং মধ্য শহরের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্যরা। এই ধরনের হেলথ ক্যাম্প সংগঠিত করায় ধর্মনগরবাসীরা মধ্য শহর ক্লাব কে এবং নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট ফর নিউরো সাইন্সের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *