ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। লক্ষ্য এবারও সেরা হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই গড়া হয়েছে ব্যালান্সড দল। আশাকরি মেয়েরা হতাশ করবে না। সাফল্য পেয়েই মাঠ ছাড়বে। জানালেন এগিয়ে চলো সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত। রবিবার সঙ্ঘের অফিস বাড়িতে অনুষ্ঠিত জার্সি প্রদান অনুষ্ঠানে। ১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক ক্রিকেট। উদ্বোধনের পরের দিন মাঠে নামবে এগিয়ে চলো সঙ্ঘ। এম বি বি স্টেডিয়ামে এগিয়ে চলোর প্রতিপক্ষ এ ডি নগর প্লে সেন্টার। ওই ম্যাচে মাঠে নামার আগে সুপতা দাসের তত্বাবধানে জোড় কদমে চলছে দলের অনুশীলন। মরশুমে এইগয়ে চলোকে নেতৃত্ব দেবেন ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওপেনার মৌচৈতি দেবনাথ। ডেপুটি হিসাবে থাকবেন সুরভি রায়। মহিলা ক্রিকেটাররা যাতে পারিশ্রমিক পায় তা মাথায় রেখেই ৩ বছর আগে অংশ নিয়েছিলো মেলারমাঠের ওই ক্লাবটি। এগিয়ে চলো ওই প্রথা চালু করতেই এখন ক্রিকেটাররা কম বেশী পারিশ্রমিক পেতে শুরু করেছে। যার পুরো কৃতিত্ব এগিয়ে চলোর কর্তাদের। এদিকে মরশুমে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দলনায়িকা মৌচৈতি। স্পষ্টভাবেই বলেন,”এবছর থেকে প্রতি দলে তিনজন সিনিয়র ক্রিকেটার থাকার নিয়ম চালু করায় সুবিধে হয়েছে। এতে নবাগত বহু ক্রিকেটার খেলার সুযোগ পাবে। তবে আমাদের যে শক্তি ভালো ফলাফল হবেই বিশ্বাস করি”।ক্লাবের মহিলা সদস্যারা এদিন জার্সি তুলে দেন ক্রিকেটারদের হাতে। যা একথায় অভিনব। এগিয়ে চলো দল: মৌচৈতি দেবনাথ (অধিনায়িকা), সুরভি রায় (সহ অধিনায়িকা), মামন রবি দাস, প্রীয়া সূত্রধর, সালিনা দত্ত, তানিষা দাস, তনুশ্রী সাহা, শায়ন্তিকা নম: দাস, দেবযানি দেব, দেবশ্রিতা চৌধুরি, অশ্মিতা রায়, অঙ্কিতা পাটারি, সিন্ধা সরকার, মৌমিতা সাহা, সাক্ষি ভর্মা, পূর্মিমা দেবনাথ, বর্ষা দাস, প্রীয়াঙ্কা ভট্টাচার্য, মুনমুন বনিক এবং মৌসুমী সাহা। কোচ: সুতপা দাস, ম্যানেজার: অনামিকা সাহা।
2024-03-10

