অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০২ রান, নিউজিল্যান্ডের ৬ উইকেট

ক্রাইস্টচার্চ, ১০ মার্চ (হি.স.) : ক্রাইস্টচার্চ টেস্ট ভারসাম্যপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪ উইকেটে ৭৭ রান। তাঁদের জিততে হলে আরও ২০২ রান তুলতে হবে। আর নিউজিল্যান্ডকে জিততে হলে নিতে হবে ৬ উইকেট। উইকেটে আছেন দুজন ব্যাটসম্যান মিচেল মার্শ(২৭) ও ট্রাভিস হেড(১৭)।

সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ১৬২ ও ৩৭২ (ল্যাথাম ৭৩, রবীন্দ্র ৮২, মিচেল ৫৮,কামিন্স ৪/৬২, লায়ন ৩/৪৯)।

অস্ট্রেলিয়া : ২৫৬ ও ৭৭/৪ (স্মিথ ৯, খাজা ১১, লাবুশেন ৬, গ্রিন ৫, হেড ১৭*, মার্শ ২৭*; হেনরি ২/৩৭, সিয়ার্স ২/২২)।