ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।।ত্রিপুরার দাবার ইতিহাসে সম্ভবত এবারই প্রথম। ফেডারেশনের যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন রাজ্য দাবা সংস্থার কোনও সদস্য। আগামী ৪ বছরের জন্য ফেডারেশনের যে কমিটি গঠন করা হয়েছে তাতে যুগ্ম সচিব হিসাবে রয়েছেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু। ফেডারেশনের সভাপতি এবং সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে হরিয়ানার নিতীন নারাম এবং গুজরাটের দেব এ প্যাটেল। রবিবার দেশের রাজধানী দিল্লির লিলা এমবিয়ান্সে হয় নবগঠিত কমিটির সভা। তাতে দেশে দাবা খেলার আরও কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে হয় বিস্তর আলোচনা। এদিকে ফেডারেশনের যুগ্ম সচিব প্রশান্ত কুন্ডু নির্বাচিত হওয়ায় খুশি রাজ্যের দাবাড়ুরা। সকলেই মনে করছেন প্রশান্ত কুন্ডুর হাত ধরেই ত্রিপুরার দাবা আরও এগিয়ে যাবে। রাজ্য দাবা সংস্থার সভাপতি বিশ্বাস করেন, ত্রিপুরার দাবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।
2024-03-10