রাতের আঁধারে চোরের হানা

আগরতলা, ৯ মার্চ: রাজ্যের ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। উদয়পুর শালগড়া এলাকায় আব্দুল হুসেনের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চোরের দল হানা দিয়েছে। বাড়ির মালিক আব্দুল হুসেনের জানিয়েছেন, গতকাল সে পরিবারকে নিয়ে গন্ডাছড়া শশুরবাড়িতে গিয়েছিল। তখন বাড়িতে কেউই ছিল না। বাড়ি ফিরে আসে তিনি দেখতে পেয়েছেন ঘরের দরজা ভাঙা রয়েছে। চোরের দল ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। ওই ঘটনায় পুলিশ তদন্তশুরু করেছে।