১১-১৩ মার্চ মরিশাস সফরে রাষ্ট্রপতি, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে ১১-১৩ মার্চ মরিশাস সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে মরিশাস সফরে যাবেন রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপুন এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রাষ্ট্রপতির মরিশাস সফর প্রসঙ্গে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আগামী ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে আগামী ১১-১৩ মার্চ মরিশাস সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপুন এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *