ভোপাল, ৮ মার্চ (হি.স.): এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দেশের সমস্ত মহিলাদের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো প্রসঙ্গে শিবরাজ শুক্রবার বলেছেন, “মহা শিবরাত্রির বার্তা স্পষ্ট, ”শক্তি” ছাড়া ভগবান শিব অসম্পূর্ণ এবং আন্তর্জাতিক নারী দিবস একই বার্তা দেয় যে, মা, বোন এবং কন্যাদের সম্মান করা এবং তাঁদের সমান মর্যাদা দেওয়া। নারীদের সম্মান দিতে সর্বোত চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এবার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়ে দেশের প্রতিটি মহিলাকে বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।” উল্লেখ্য, নারী দিবসে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কমছে রান্নার গ্যাসের দাম। একধাক্কায় কমছে ১০০ টাকা।
2024-03-08