ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। যেমন আয়োজক টিসিএ-র পক্ষ থেকে, তেমনি অংশগ্রহণকারী সবকটি দলও প্রস্তুত। ক্রীড়াসূচিও চার দিন আগেই ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ২০২৩-২৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। ৬ দলীয় টুর্নামেন্ট। প্রথম দিন থেকেই তিন মাঠে তিনটি করে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এই বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ ক্রিকেট দিয়েই টিআইটি গ্রাউন্ডেও ফের খেলার সূচনা হচ্ছে। আগামীকাল প্রথম দিনে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে সংহতির বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে শতদল সংঘ খেলবে জেসিসি-র বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে ব্লাড মাউথ খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, আন্তর্জাতিক টিআইটি স্টেডিয়ামের সার্বিক নির্মাণ কার্য সম্পন্ন না হলেও মাঠ খেলার তৈরি করে তোলা হয়েছে। টিসিএ সচিব ৫ মার্চ লীগের সূচি ঘোষণা করেছেন। ২৯ মার্চ পর্যন্ত লীগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরু হবে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত ম্যাচ চালানোর কথা উল্লেখ রয়েছে। ১০ মার্চ, দ্বিতীয় দিন এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ খেলবে সংহতির বিরুদ্ধে। টি আই টি গ্রাউন্ডে জেসিসি খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে শতদল সংঘ খেলবে স্ফুলিঙ্গের বিরুদ্ধে। জুনিয়র, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমৃদ্ধ ছয়টি দল আগামীকাল, প্রথম দিন থেকেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে।
2024-03-08