নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৮ মার্চ: আগামী ১১ মার্চ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে পেচারডর শৃঙ্গেরি বালাজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শ্রী সুধাংশু দাস, মন্ত্রী টিংকু রায়, ডক্টর ভিআর গৌরীশঙ্কর ,জি, পিএ মুরালিজি। এছাড়াও রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
রাজ্য এবং বহিরাজ্য থেকে হাজারো হাজারো পূর্ণার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। শৃঙ্গেরি বালাজি মন্দির ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি পর্যটন স্থান হিসেবে স্বীকৃতি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।