হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে আগত চার রোহিঙ্গা পুলিশের জালে

ধর্মনগর, ৮ মার্চ: আবারো চার রোহিঙ্গা ধর্মনগর থানার পুলিশের জালে। তাঁরা দালালের মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন।

তাঁরা হলেন, কক্সবাজারের ১ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আরব(২২) ,সামিয়া(২০) ,ইসমাতারা (১৭), হাকিম পাড়া ১৪ ক্যাম্প নম্বরে ইশা(১৫)। এরা বাংলাদেশের দালাল আব্দুল্লাহকে প্রতিজন ৩০ হাজার টাকা করে দিয়ে ভারতে চোরাই পথে প্রবেশ করেছে। এরা হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগর এসেছিল।

আরও জানা গিয়েছে, ক্যাম্পে তাঁদেরকে যে অল্প কিছু টাকা-পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে বহু কষ্টে এই বাংলাদেশি ত্রিশ হাজার টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর এই চার রোহিঙ্গা কান্নায় ভেঙ্গে পড়ে এবং তাদের দুঃখের কাহিনী তুলে ধরে।