নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ মার্চ: মনুভ্যালি এলাকার এক যুবকের বাইক বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল কৈলাসহর ছাগলডেমা এলাকার এক ব্যাক্তির বিরুদ্ধে।
জানা যায় যে মনুভ্যালি এলাকার বাসিন্দা মঙ্গল উরাং পেশায় একজন দিনমজুর। সে বিগত কিছুদিন পূর্বে ফাইন্যান্সের মাধ্যমে সেই বাইকটি ক্রয় করেছিল। অভিযোগ গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ সে তার টিআর০৫- ই – ৯৬৫৫ নম্বরের বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে ছাগলডেমা এলাকায় যায়। আর সেখানে যাবার পর তার সাথে রাস্তার মধ্যে দেখা হয় ছাগলডেমা এলাকার বাসিন্দা মুলেন্দ্র দেববর্মার।
মুলেন্দ্র দেববর্মা মঙ্গল উরাংকে তার বাইকটি একটু দেবার জন্য বলে। কেননা মুলেন্দ্র দেববর্মার ছেলের একটি প্রয়োজনীয় কাগজ স্কুলে নিয়ে এখন দিতে হবে। মঙ্গল উরাং একথা শুনে সাথে সাথে তার বাইকটি মুলেন্দ্র দেববর্মাকে দিয়ে দেয়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মুলেন্দ্র দেববর্মা আর বাইকটি নিয়ে ফিরে আসেনি। তারপর মঙ্গল উরাং মুলেন্দ্র দেববর্মার বাড়িতে যায় । যাবার পর মুলেন্দ্র দেববর্মার স্ত্রী বলে যে মুলেন্দ্র দেববর্মা বাড়িতে আসে নি। এভাবে দু-তিন দিন যাওয়ার পর পরবর্তী সময় মঙ্গল উরাং পুনরায় মুলেন্দ্র দেববর্মার বাড়িতে গেলে তার স্ত্রী বলে যে পরশুদিন আসবে। কিন্তু এখন পর্যন্ত আর সেই বাইকটি নিয়ে ফিরে আসেনি মুলেন্দ্র দেববর্মা।
মঙ্গল উরাং লুকোমুখে শুনতে পায় যে মুলেন্দ্র দেববর্মা তার বাইকটি বিক্রি করে দিয়েছে। তাই একপ্রকার বাধ্য হয়ে শুক্রবার দুপুরবেলা কৈলাসহর থানায় মুলেন্দ্র দেববর্মার বিরুদ্ধে মঙ্গল উরাং একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

