মালদা সফরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

শিলিগুড়ি, ৭ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে প্রচার শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর পর বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচারে মালদায় এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

জানা গেছে, মানিক সাহার দুদিনের মালদহ সফর রয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে মালদার উদ্দেশে রওনা হওয়ার আগে মানিক সাহা সাংবাদিকদের জানান, তিনি মালদায় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা ও সাংগঠনিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টিও দেন। একই সঙ্গে তিনি সন্দেশখালির ঘটনায় মমতা সরকারকে আক্রমণ করে বলেন, সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বাংলার বিভিন্ন এলাকায় যে ধরনের ঘটনা ঘটছে তা কাম্য নয়।