নারী দিবস উদযাপনে টিসিএ-র বিশেষ অনুষ্ঠান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামীকাল এক দারুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমত, এবারকার ক্রিকেট মরশুমে জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে গ্রুপ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্যায়ে উন্নীত রাজ্য দলের ক্রিকেটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের বেশ ক-জন সাফল্য অর্জনকারী মহিলা ক্রীড়াবিদকেও সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি টি-১০ প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল সাড়ে ৯টায় এমবিবি স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং ম্যাচে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।