উজ্জয়িনী, ৭ মার্চ (হি. স.): ভারতীয় জনতা পার্টির টিকিটে মথুরা কেন্দ্র থেকে জিতে আসছেন বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। আসন্ন লোকসভা নির্বাচনেও উত্তর প্রদেশের মথুরার আসন থেকেই লড়বেন তিনি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হাজির হয়ে ইসকন মন্দিরে যান এই বিজেপি সাংসদ।
সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হেমা। তিনি বলেন, এনডিএ এবার ৪০০ আসন পেরিয়ে যাবে। দেশের প্রত্যেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। একজন বিজেপি সাংসদ হওয়ার সুবাদে আমিও সেই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর এই উন্নয়ন যজ্ঞের সামিল হয়েছি।

